Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / করতোয়ায় ভেসে গেল ২৪ প্রাণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

করতোয়ায় ভেসে গেল ২৪ প্রাণ

September 26, 2022 07:40:37 AM   নিজস্ব প্রতিবেদক
করতোয়ায় ভেসে গেল ২৪ প্রাণ

সাঈদ বিন তারিক:
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল উদ্ধারকাজ।
এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় আলাদা বাণীতে এ শোক প্রকাশ করেন তারা।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ নারী রয়েছেন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনের লাশ নদীর পাড়ে রাখা হয়েছে। এসময় নদীপাড়ে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একে একে মরদেহ তুলে মারিয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে নিয়ে আসার পর পুরো এলাকাজুড়ে পড়ে গেছে কান্নার রোল। মৃতের স্বজনদের আহাজারিতে থমকে গেছে সবকিছু। এদিকে, মরদেহগুলো বোদা উপজেলার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর শত শত মানুষ সেখানে জড়ো হচ্ছেন। মরদেহগুলোর মধ্যে নিজেদের কোনো আত্মীয়-স্বজন আছে কিনা তা খুঁজছেন তারা। নিহত ২৪ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এদিকে, আইন শৃঙ্খলা বাহিনী এখনও নিখোঁজ ২০ জনকে উদ্ধারে সর্বাত্মক অভিযান চালাচ্ছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী বলেন, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। ইউএনও বলেন, লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। শনাক্ত হলে লাশ হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নৌকাটিতে ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।