
জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তবায়ন শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। পারজোয়ার ব্রাহ্মণগাও উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান শিক্ষাক্রম আধুনিক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মেধাবিকাশের যথাযথ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি অনুসরণ করলে শিক্ষার গুণগতমান বৃদ্ধিসহ শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষাদানের ফলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শিক্ষাক্রম বাস্তবায়ন করার জন্য তিনি আগত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের আন্তরিকতার সহিত কাজ করার অনুরোধ জানান।
কেরানীগঞ্জ উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. কামরুন্নাহার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, আব্দুল মতিন একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার প্রমুখ।