Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

May 15, 2023 07:36:38 PM   উপজেলা প্রতিনিধি
কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

সুজন বিশ্বাস:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে কৃষি জমির মাটি ভেকু দিয়ে কেটে ইট ভাটায় বিক্রয় করার দায়ে ৫ জনকে একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি জমিতে মাটি কেটে বিক্রয়ের অপরাধে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ হাবিবুল্লাহ হাবিব।

দণ্ডপ্রাপ্তরা হলো- ঠিকাদার রাকিব হোসেন,  ট্রাক্টর চালক গোলাম রসুল, ভেকু চালক জব্বারুল ইসলাম, খালেক হোসেন ও জাহিদ হোসেন।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হাবিবুল্লাহ জানান, এ উপজেলার ফসলি জমি, জলাশয়, রাস্তা এবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসন এর এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।