Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

September 30, 2023 08:08:32 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এ উপলক্ষে একটি র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” শ্লোগানে শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রাজন খান, সুজয় কর্মকার, আবৃত্তি শিক্ষক শহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীবৃন্দ। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা শেষে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীবৃন্দ সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।