
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগান সামনে রেখে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চত্বরে স্থানীয় সরকার দিবস’ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা চত্বরে এ আয়োজন করা হয়।
জানা গেছে, প্রথম বাংলাদেশ স্থানীয় জাতীয় সরকার দিবস পালিত করা হয়েছে। তারি ধারাবাহিকতায় রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এ সময় অতিথিরা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, আটাবহ পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহ আলম সরকার, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হোসেন প্রমুখ।