
তালতলী সংবাদদাতা:
বরগুনার তালতলী সরকারি কলেজে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের সকল সমস্যার দ্রুত সঠিক সমাধান পাওয়া সহ নানা বিষয়ক আলোচনা করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পরাপর ২টি উঠান বৈঠক করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান প্রমুখ।
উঠান বৈঠকের সময় উপজেলা তথ্য কর্মকর্তা সংগীতা সরকার বলেন, তথ্যপ্রযুক্তি সেবা, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, ই-মেইল, স্কাইপে কথোপকথন, কৃষি শিক্ষা ও ব্যবসা সম্পর্কিত পরামর্শ, আইনি সহায়তা ও পরামর্শ, তাপমাত্রা পরীক্ষা রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা সহ গ্রামীণ নারীদের উৎপাদিত সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য মার্কেটপ্লেস পরিচালনা, চাকরির আবেদন পত্র পূরণ পরীক্ষার ফলাফল প্রিন্টসহ নানা বিষয়ে সঠিক পরামর্শ আমরা একদম বিনামূল্যে প্রদান করে থাকি।