Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈর দুই যুবকের লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈর দুই যুবকের লাশ উদ্ধার

September 23, 2023 07:13:30 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈর দুই যুবকের লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবকের ঝুলন্ত লাশ  উদ্ধার করছে থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালেে উপজেলার আহম্মদ নগর ও সফিপুর কাঁঠালতলা এলাকা থেকে এ লাশ দুইটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পিরগঞ্জ থানার সড়কপাড়া এলাকার কাশেম আলীর ছেলে সােহেল মিয়া (৩০)। সোহেল মিয়া উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ফারুকের বাসায় ভাড়া থেকে অটােরিকশা চালাতেন। অপরজন দিনাজপুর জেলার হাকিমপুর থানার বােয়ালদা গ্রামের ইমতাজ আলীর ছেলে ইয়ানূর ইসলাম (২৩)।   তিনি সফিপুর কাঁঠাল তলা এলাকার নাসিরের বাসা ভাড়া থেকে একটি পােশাক তৈরি কারখানায় চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের কােন এক সময় সফিপুর কাঁঠাল তলা এলাকায় ইয়ানূর ইসলামের লাশ বারান্দার গ্রিলের সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলতে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত লাশটি উদ্ধার করেন। অপরদিক সফিপুর আহম্মদনগর চৌরাস্তা এলাকায় একটি গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিযে ঝুলে রয়েছে। শনিবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে খবর পেয়ে মৌচাক পুলিশ  সদস্যরা ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইর্নচাজ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ইয়ানুর ইসলামের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে। সােহেল মিয়ার লাশ  ¯স্বজদের আবেদনের পরিপ্রেক্ষিতে  স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।