
কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:
সপ্তাহজুড়ে থেমে থেমে ছোট ও মাঝারি বৃষ্টির কারণে এমনিতেই জনজীবন বিপর্যস্ত, এরই মধ্যে গত দু-দিনের টানা বৃষ্টিতে উপজেলা বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সাথে অনেক আঞ্চলিক সড়কও তলিয়ে গেছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার বিরামহীন ভারী বৃষ্টিতে উপজেলা রতনপুর এলাকায় ঘরের দেয়াল ধসে পড়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে গেলে দেয়াল চাপায় নিহত এমারত হোসেনের ভাগিনা ব্যবসায়ী আব্দুস সালাম জানান, চাউল ব্যবসায়ী এমারত হোসেন (৬৫) প্রতিদিনের ন্যায় রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া শেষ করে তার স্ত্রী আছিয়া বেগম(৫৫) সহ ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ দেয়াল ঘসে পড়ে এমারত হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম দেয়ালের নিচে চাপা পড়েন। সকাল ৭টার দিকে প্রতিবেশীরা দেয়াল ধসে পড়া দেখে আশেপাশের লোকজনদের খবর দিলে প্রতিবেশীরা এসে দেয়ালের মাটি সরিয়ে এমারত হোসেন ও আছিয়া বেগমের লাশ উদ্ধার করে।