Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

September 19, 2023 08:47:34 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরের শাহবাজপুর আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী আইন অমান্য করে বন্ধের দিন বিদ্যালয় খোলা রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বন্ধের দিন কেন বিদ্যালয় খোলা রাখা হয়েছে মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান  করেছেন ওই প্রদান শিক্ষককে। কারণ দর্শানোর অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

নোটিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর এলাকার আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারী নির্দেশ অমান্য করে জন্মাঅষ্টমির দিন বিদ্যালয় খোলা রাখে। এছাড়া পরের দিন ৭ সেপ্টেম্বর বিদ্যালয় খোলা থাকলেও ওই দিন বিদ্যালয় বন্ধ রাখেন। এনিয়ে এলাকা ও বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বশির আহম্মেদ সরকারী নির্দেশ অমান্য করে কেন বন্ধের দিন বিদ্যালয় খোলা রাখা এবং খোলা রাখার দিন কেন বিদ্যালয় বন্ধ রাখা হলো এই মর্মে প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ প্রধান করেন। ওই নোটিশের অনুলিপি উপজেলা নির্বঅহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিরি সভাপতি বশির আহম্মেদ বলেন, প্রধান শিক্ষক রাধা গোবিন্দ্র সরকারী সীদ্ধান্ত অমান্য করে বন্দের দিন বিদ্যালয় খোলা এবং খোলা রাখার দিন বিদ্যালয় বন্ধ রাখেন। আমি মনে করি প্রধান শিক্ষকের খামখেয়ালী পনা এবং অমনোযোগী থাকার কারনে এমনটা হয়েছে।

প্রধান শিক্ষক রাধা গোবিন্দ সরকার বলেন, জন্মাষ্টমির দিন বিদ্যালয় খোলা রাখলেও সেদিন ক্লাশ হয়নি। এছাড়া পরের দিন  বিদ্যালয় খোলা রাখা হয়েছে।

তবে সহকারী প্রধান শিক্ষক ভোপেন্দ্র নাথ সরকার বলেন, এটা আমাদের ভুল হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এরকম একটা অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।