
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকায় শুক্রবার সকালে একটি বাড়ী দখলের চেষ্টার সময় দুই পক্ষের হামলায় নারী পুরুষসহ অন্তত ১২জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের চিকিৎসার জন্য উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সফিপুর এলাকার সফিপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব হোসেন ও প্রতিবেশি ইমরান হোসেন মোহরের মধ্যে সফিপুর মৌজায় সাড়ে ৭ শতাংশ জমির বিরোধ নিয়ে দীর্ঘ দিন ধরে গাজীপুর আদালতে মামলা চলে আসছিল। এই জমিতে মোতালেব হোসেনের দখলে একটি টিনের ঘর তুলে দখলে রাখা অবস্থায় আদালত স্থিতি অবস্থার থাকার নির্দেশ দেন। এই নিয়ে হাইকোটে দীর্ঘদিন শুনানি শেষে গত ২ ফেব্রুয়ারী ২০২৩ স্থিতি অবস্থা বাতিল করে দেন। ফলে ওই জমিতে মোতালেব হোসেন গত কয়েক মাস আগে বাড়ী নির্মাণ করেন।
শুক্রবার সকালে প্রতিপক্ষ ইমরান হোসেন মোহরের স্ত্রী ফারিয়া হাসানের নেতৃত্বে নায়েব আলী,আবু বকর আলীসহ ১৫-২০ জন লোক মোতালেব হোসেনের বাড়ী দখলের চেষ্টা করে। খবর পেয়ে মোতালেব হোসেন লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় উভয় পক্ষের ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে হলো, মোতালেব হোসেনের পক্ষে আহতরা হলো- মোতালেব হোসেন (৪৫), আবুল কাশেম (৫৫), বুল বুল আহম্মেদ (৩২), জুয়েল রানা(৪০) ইমরান হোসেন মোহরের পক্ষে নায়েব আলীর (৬৫) আব আবুবকর (৩৫), রাজেদা বেগম(৬০), ইমরান হাসান মহরের ছেলে রাফিউল হাসান (২২), স্ত্রী ফারিয়া হাসান (৪০), বাইজি হোসেন(১৮), রহিমা বেগম(৩৫), সুমাইয়া আক্তার (১৭) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স৷ সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।
মহরের স্ত্রী আহত ফারিহা হাসান বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে মোতালেব হোসেন দখলের চেষ্টা করে। এর জন্য আমি তার বিরুদ্ধে মামলা করেছি। সেখানে আদালত ওই নালিশী জমিতে কোন প্রকার কাজ না করার জন্য বললেও মোতালেব হোসেন ওই জমিতে বাড়ী নির্মান করে।
মোতালেব হোসেন বলেন, এই জমি জালজালির কারনে ইমরান হাসান মোহর বর্তমানে জেলহাজতে রয়েছে। গতকাল শুক্রবার তার স্ত্রী লোকজন নিয়ে এসে আমার নির্মান করা বাড়ী দখলের চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায় এবং বাড়ী ঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি শান্ত করা হয়েছে। এছাড়া দুই পক্ষের ৩ জনকে আটকের পর মুচলেবায় ছেড়ে দেওয়া হয়েছে।