
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে গ্যাস সিলিন্ডার দোকানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ( ৩ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ জরিমানা পরিচালনা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন, কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার দোকান জিকে এন্টারপ্রাইজ কে ৩০,০০০ হাজার টাকা, বন্ধু এন্টারপ্রাইজকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, গ্যাস সিলিন্ডারের দোকানগুলোতে অতিরিক্ত মূল্য গ্যাস বিক্রি করায়, মূল্য তালিকা না থাকায় এবং বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি না থাকায় তাদেরকে জরিমানা করা হয়েছে।