Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কেশবপুরে অভিযানে ৪টি হাসপাতাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কেশবপুরে অভিযানে ৪টি হাসপাতাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা

April 21, 2025 10:48:32 AM   উপজেলা প্রতিনিধি
কেশবপুরে অভিযানে ৪টি হাসপাতাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে অভিযান চালিয়ে ৪টি প্রাইভেট হাসপাতাল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানা। ১৭ এপ্রিল মৌখিকভাবে তিনি এই নির্দেশনা দেন।

গত রোববার (২০ এপ্রিল) কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলগীর হোসেন স্বাক্ষরিত চারটি ভিন্ন ভিন্ন চিঠিতে হাসপাতাল মোড়ে অবস্থিত কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, মাতৃমঙ্গল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, মাইকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং পাঁজিয়া রোডে অবস্থিত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে এক রোগীর অপারেশন চলাকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েন এক ভুয়া চিকিৎসক এবং তৎক্ষণাৎ ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ২৩ মার্চ ক্লিনিকটির সকল কার্যক্রম পুনরায় চালু করা হয়। তবে এক মাস না যেতেই আবারও যশোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানা অভিযান পরিচালনা করে ক্লিনিকটি বন্ধ ঘোষণা করেন।