
কেশবপুর (যশোর) সংবাদদাতা:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে যশোরের কেশবপুরে পহেলা বৈশাখ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় বৈশাখী শোভাযাত্রা এবং বিকালে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক ময়দানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ এবং বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। পুরো শোভাযাত্রা ও অনুষ্ঠান জুড়ে ছিলো উৎসবের আমেজ ও ব্যাপক উপস্থিতি।
বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গান ও নৃত্য পরিবেশন করেন জাসাস কেশবপুর শাখার শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে জড়ো হন শতাধিক দর্শক ও স্থানীয় সাধারণ জনগণ।