
কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদন্ডপ্রাপ্ত এসহাক ওরফে সুমন হাওলাদার (৪২) নামে এক আসামীকে গ্রেফতার করেছে শরীয়তপুরের নড়িয়া থানা পুলিশ। তাঁর মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দী নং-৫৪৪৩/এ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বাংলাদেশের সরকার পতনের পর কারাগার ভেঙে আগুন দিয়ে পালিয়ে যায় অনেক আসামী। এর মধ্যে পালিয়ে যাওয়া এসহাক ওরফে সুমন হাওলাদার (৪২) নামে আসামীটি শরীয়তপুরের নড়িয়ায় গ্রেফতার হয়েছে।
পালিয়ে যাওয়ার পরে গত ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-৪, যা তদন্তাধীন রয়েছে।
জানা যায়, এসহাক ওরফে সুমন হাওলাদার (৪২) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নন্দনসার গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে। ৫ আগস্ট জেল ভেঙে আগুন দিয়ে অন্যান্য আসামীদের সঙ্গে পালিয়ে গিয়ে নড়িয়ার নন্দনসারে তার বাড়িতে অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশ তাকে নন্দনসার থেকে গ্রেফতার করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা জানিয়েছেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ৫ আগস্ট কাশিমপুর কারাগার ভেঙে এক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নড়িয়ার নন্দনসারে অবস্থান করছে। পরে তাকে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) নন্দনসার এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”