
ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর গোরস্থানে বুধবার সকাল দশটায় অনুষ্ঠিত নামাজে জানাজা শেষে ফেমাস সোহরাওয়ার্দীকে ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী দাফন করা হয়েছে।
বিএমএ কুষ্টিয়া ও নাগরিক কমিটি কুষ্টিয়ার সভাপতি, এবারের সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মুস্তানজিদ লোটাসের ছোট ভাই এবং আরোহী নামক একটি সমাজকল্যাণমূলক সংস্থার পরিচালক ফেমাস সোহরাওয়ার্দী মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন। মঙ্গলবারই তার মরদেহ কুষ্টিয়া থেকে মহারাজপুর গ্রামস্থ নিজ বাড়িতে আনা হয়।
বুধবার সকালে অনুষ্ঠিত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, জাসদ সভাপতি ও জোটের এমপি প্রার্থী হাসানুল হক ইনু এমপি, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও মরহুমের ভ্রাতা ডাক্তার এসএম মুসতানজিদ লোটাস প্রমুখ।
উল্লেখ্য ফেমাস সোহরাওয়ার্দী ভেড়ামারার অত্যন্ত জনপ্রিয় ও জ্ঞানী এবং রুচিশীল ব্যক্তিত্ব হিসাবে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় তার স্বজন এবং পরিচিত সকলেই শোকাচ্ছন্ন হয়ে পড়েন। তিনি তার ভাইয়ের নির্বাচনী কাজে সহযোগিতা করছিলেন। তার নামাজে জানাজায় ভেড়ামারা ও অন্যান্য এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিগণসহ সমাজের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নেন।