Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়া ভেড়ামারায় আবারো পিস্তল-গুলিসহ আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়া ভেড়ামারায় আবারো পিস্তল-গুলিসহ আটক ২

January 17, 2025 09:53:59 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় আবারো পিস্তল-গুলিসহ আটক ২

ভেড়ামারা প্রতিনিধি:
ষ্টিয়ার ভেড়ামাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ৩টায় ভেড়ামারা-প্রাগপুর রোডের হাওয়াখালি নামক জায়গা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে রজব সরকার ও একই এলাকার মো. ফজলুল হকের ছেলে দুর্জয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের বেপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ভেড়ামারার হাওয়া খালি এলাকায় রজব সরকার ও দুর্জয় তাদের পুলিশ পরিচয়ে পথরোধ করে। অবৈধ মাল আছে দাবি করে তারা এ সময় ব্যবসায়ীদেরকে মারধর করে। 

এক পর্যায়ে স্থানীয়রা এসে দুইজনকে বেঁধে রাখে। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা এসে রজব সরকারের থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও দুর্জয়ের থেকে একটি বিদেশি চাকু উদ্ধার করে। পরে তাদের আটক করা হয়।

ভুক্তভোগী জহুরুল জানান, হাওয়াখালি এলাকায় আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। এরপর আমাদের পকেট চেক করতে থাকে। এক পর্যায়ে আমরা চিৎকার দিলে, স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখে। আমরা পালিয়ে আসি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি, তদন্ত) রকিবুল ইসলাম দৈনিক দেশেরপত্র প্রতিনিধিকে জানান,একটি বিদেশি  পিস্তল একটি ম্যাগজিন  ও পাঁচ রাউন্ড গুলি এবং একটি বিদেশি চাকুসহ দু’জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।