Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মসজিদের ইমামের মৃত্যু, চালক-হেলপার আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মসজিদের ইমামের মৃত্যু, চালক-হেলপার আটক

April 15, 2025 02:35:16 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মসজিদের ইমামের মৃত্যু, চালক-হেলপার আটক

ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি (৭৩) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নওদাপাড়া মোড় এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলি ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং মাঝে মধ্যে ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলি ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করে চালক ও হেলপারসহ পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নুরুন্নবী ইসলাম।