
কুষ্টিয়ায় আসন্ন সংকট মোকাবেলায় ও নতুন বিশ্বব্যবস্থা বিনির্মানে তারুণ্যের ভূমিকা শীর্ষক ‘তারুণ্যের সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা হেযবুত তাওহীদের আয়োজনে জেলা কার্যালয়ে এ সাভা অনুষ্ঠিত হয়।
জেলা হেযবুত তওহীদের সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগ-২ এর সভাপতি জসেব উদ্দিন।
তরুণরা মেধাবী ও উদ্যমী হলে যে কোনো দেশের সামাজিক প্রেক্ষাপটটাই পাল্টে দিতে পারে উল্লেখ করে তরুণ্যকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেলা সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগ-২ এর নারী বিষয়ক জান্নাতুল ফেরদৌস মিম,অনলাইন প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন, সদর উপজেলা হেযবুত তাওহীদের সভাপতি লিটন প্রমুখ।