Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ায় সেনাবাহিনীর হাতে পিস্তলসহ আটক তিন যুবক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়ায় সেনাবাহিনীর হাতে পিস্তলসহ আটক তিন যুবক

February 16, 2025 10:59:07 AM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় সেনাবাহিনীর হাতে পিস্তলসহ আটক তিন যুবক

কুষ্টিয়ার শহরতলীর জুগিয়া দর্গাপাড়া এলাকা থেকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃতরা হলেন মো. লিটন (২৪), মো. মোমিন (৪৫) এবং মো. রোমান (২২)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে মো. লিটনের রুমের বালিশের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করে। এসময় সেনাবাহিনী তাদের আটক করে। আটককৃতরা জানায়, মো. লিটন অস্ত্রটি মো. মোমিনের কাছ থেকে নিয়েছিল। পরে, মোমিনের বাড়িতে অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, ছুরি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের সুশাসন পুনর্নির্মাণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন এলাকায় অভিযানে নেমেছে।"

কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেহাবুর রহমান বলেন, "অভিযানের সময় পুলিশও সেনাবাহিনীর সঙ্গে ছিল। আটকদের সন্ধ্যা ৫টার দিকে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।"

এদিকে, উদ্ধার হওয়া অস্ত্রসহ আটক তিন যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।