Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কালীগঞ্জে মাদকসহ আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালীগঞ্জে মাদকসহ আটক ২

August 28, 2022 09:29:10 AM   জেলা প্রতিনিধি
কালীগঞ্জে মাদকসহ আটক ২


শৈলকূপা সংবাদদাতা, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা গ্রামের সাদিয়া ফিলিং স্টেশনের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ সাদিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ওলিয়ার রহমান ও শিপন হোসেন ইডেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাতিবিলা এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।