Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়ের, সাধারণ সম্পাদক মুছা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়ের, সাধারণ সম্পাদক মুছা

September 19, 2022 07:05:29 AM   স্টাফ রিপোর্টার
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়ের, সাধারণ সম্পাদক মুছা

জিল্লুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। 
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন । পরে অধিকাংশ সদস্যদের কণ্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়। এতে যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরকে সভাপতি, ভোরের কাগজের জেলা প্রতিনিধি জানে আলম দুলাল কে ,সহ-সভাপতি, মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুছা কে সাধারণ সম্পাদক, বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি সৈয়দ আহমেদ লাভলু কে যুগ্ম সাধারণ সম্পাদক , এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজিজুল হক সাংগঠনিক সম্পাদক , এমদাদুল হক সোহাগ কে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক , ফারুক আজম দপ্তর সম্পাদক, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ কল্প, সমাজকল্যাণ সম্পাদক সামছুল আলম রাজন, নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস, দেলোয়ার হোসেন জাকির, খালেদ সাইফুল্লাহ ও নেকবর হোসেনসহ ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত এ কমিটিকে কুমিল্লা প্রেস ক্লাবসহ সাংবাদিক সংগঠনের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।