Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ার আল্লারদর্গা পেট্রোল পাম্পে বিস্ফোরণে দুজন নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়ার আল্লারদর্গা পেট্রোল পাম্পে বিস্ফোরণে দুজন নিহত

August 14, 2022 05:38:20 AM  
কুষ্টিয়ার আল্লারদর্গা পেট্রোল পাম্পে বিস্ফোরণে দুজন নিহত

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়ে আহতদেরকে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি এলাকার শাহজদ্দীর ছেলে সাহাজুল (৩০)। অপরজন হলেন, মোঃ তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)।

গত শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।