
কুড়িগ্রাম সংবাদদাতা:
মানবিক সমাজ নির্মাণে চাই সংস্কৃতির জাগরণ’ এ প্রতিপাদ্যে সংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় সকাল ১১টা থেকে ২ ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখা।
এ সময় জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর মেয়র কাজিউল ইসলাম, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বক্সী, বিশিষ্ট আইনজীবী এস,এম আব্রাহাম লিংকন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু, সহ-সভাপতি আলেয়া বেগম, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, ঐতিহ্য কুড়িগ্রামের সভাপতি সোলায়মান বাবুল, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ইমতে আহসান শিলু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন, নারী নেত্রী শাহানাজ বেগম নাজু প্রমুখ।
বক্তারা বলেন, অনুদানের ভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ সহ সংস্কৃতি চর্চায় বিরাজিত সংকট ও সমস্যা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। এ জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত ৮ দফা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।