
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরার ভিটা নামক এলাকার ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত অটোরিকশা চালক বেলাল হোসেন ফুলবাড়ি উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। ধারণা করা হচ্ছে, রাতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে যাওয়া হয়েছে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক ও অটোরিকশাটি ফুলবাড়ি থেকে নিয়ে এসে নাগেশ্বরী এলাকায় নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের কারণে এ ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, লাশ থানায় নিয়ে এসে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া আসল ঘটনা বলা যাচ্ছে না। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।