
কুড়িগ্রামে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের আওতায় তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন আয়োজন করে। এরপর সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক জেবুন্নেছা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লা, সলিডারিটির নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান খন্দকার, মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আবু নাসার ফাইজার রহমান, আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রোজেক্টের যুব প্রতিনিধি শিউলি আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন, নারীকে শুধুমাত্র নারী হিসেবে না ভেবে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সমতার ভিত্তিতে তাদের অধিকার নিশ্চিত করে ক্ষমতায়ন করতে হবে। এজন্য সর্বস্তরের পুরুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে সর্বত্রই নারীকে মা, বোন, কন্যার প্রাপ্য সম্মান মর্যাদা দিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করতে হবে।