Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

February 18, 2025 06:24:16 PM   দেশজুড়ে ডেস্ক
খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে চেঙ্গি স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আন্তর্জাতিক অপরাধ আদালত এবং সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সরকার দলীয় লোকদের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দণ্ডিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং জামায়াতের দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।