Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৪ জন আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৪ জন আটক

March 11, 2025 10:47:57 PM   জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৪ জন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৪ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে খাগড়াছড়ি সদরের নারিকেল বাগান শান্তি কাউন্টার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সদর জোনের নিয়মিত টহল টিম।

অভিযানে ৯ কেজি গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংক একাউন্টের চেকসহ পাচারকারীদের আটক করা হয়। সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, একটি পাচারকারী দল গাঁজা নিয়ে শান্তি পরিবহনে করে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছিল। এরপর সদর জোনের ওয়ারেন্ট অফিসার মো. রেজাউলের নেতৃত্বে টহল টিম অভিযান চালিয়ে ৪ জন পাচারকারীকে আটক করে। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, গাঁজা পাচার রোধে সেনাবাহিনীর এই অভিযানকে স্থানীয়রা সাধুবাদ জানাচ্ছে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার জন্য এ ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।