Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল গ্রেফতার

February 04, 2023 08:09:29 PM   নিজস্ব প্রতিবেদক
মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল গ্রেফতার

র‌্যাব-৩ এর অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. বিল্লাল হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় খিলগাঁও থানাধীন সি-ব্লক খেলার মাঠ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারজানা হক জানান, বিল্লালের বিরুদ্ধে খিলগাঁও থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।