
নেত্রকোনা সংবাদদাতা:
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে উপজেলার ৬টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মোঃ আলী উসমানকে সভাপতি, মোঃ জহির উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান উজ্জল ও মোঃ নূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন চৌধুরী ও মোঃ নূর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ দীন ইসলাম দীনু এবং অর্থ সম্পাদক মোঃ বজলু মিয়া প্রমুখ।
নতুন কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ আকিকুর রেজা খান ও সাধারণ সম্পাদক মোঃ তারিফুর রহমান রিপন।
দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।