
খুলনা প্রতিনিধি:
সাম্প্রতি পাবনা জেলায় উগ্রবাদী গোষ্ঠীর প্র্রচাররে বিভ্রান্ত হয়ে সন্ত্রাসীরা হেযবুত তওহীদের কর্মী সুজনকে হত্যাসহ ১০ জনকে আহত করার প্রেক্ষিতে হেযবুত তওহীদের কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে হত্যাকারী ও উস্কানিদাতাদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করন এবং খুলনা জেলায় হযেবুত তওহীদরে বিরুদ্ধে অপপ্রচার, গুজব ছড়ানো বন্ধসহ কর্মীদের জানমালরে নিরাপত্তা বিধানের দাবিতে খুলনা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে খুলনা জেলা হেযবুত তওহীদ। আজ রবিবার সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্বাকলিপি প্রদান ও সকল শ্রেনী পেশার মানুষের মাঝে গনসংযোগ করেন সংগঠনের নেতার্মীরা।
এসময় খুলনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আমিন হোসাইন হামলাকারী এবং নেপথ্যে যারা আছে তাদের বিচারের দাবি জানান।