Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় জিসান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় জিসান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

March 22, 2023 07:29:24 PM   দেশজুড়ে ডেস্ক
গাইবান্ধায় জিসান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের মিরপুর অ্যাডভেঞ্চার স্কুলের মেধাবী ছাত্র জিসানকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের এবং পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

বুধবার  (২২ মার্চ)  বেলা ১১ টায় গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের তুলসীঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিঠুল, অ্যাডভেঞ্চার মডেল স্কুলের পরিচালক মোঃ আব্দুল মাবুদ প্রধান রতন, সহকারী পরিচালক মোঃ জাহিদ হাসান মুকুল,  ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোন্নাফ হিরু, ফুলকুঁড়ি স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস মন্ডলসহ অ্যাডভান্সার স্কুলসহ আশপাশের বিভিন্ন স্কুলের প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী এ মানববন্ধনে শামিল হন এবং হত্যাকারীর বিচারের দাবি করেন । বক্তারা জিসান হত্যাকারীর সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদার রহমান জানান, এ ঘটনায় এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ( ১৭ মার্চ ) শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে দুই বন্ধুর সাথে বের হয় জিসান। এরপর রাত গড়িয়ে সকাল হলেও বাড়ি ফেরেনি সে। পরদিন সন্ধ্যায় স্থানীয় লোকজন পশ্চিম দুর্গাপুরে একটি ঘাসের জমিতে জিসানের নাক-মুখে রক্ত মাখা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।