Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে অগ্নিসংযোগের উপকরণ বাঁশ ও পেট্রোলসহ গ্রেফতার ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে অগ্নিসংযোগের উপকরণ বাঁশ ও পেট্রোলসহ গ্রেফতার ৪

November 13, 2023 05:48:15 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে অগ্নিসংযোগের উপকরণ বাঁশ ও পেট্রোলসহ গ্রেফতার ৪

আশিকুর রহমান, গাজীপুর:
রাস্তায় চলমান যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টাকালে চার দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশ। এসময় তাদের থেকে পেট্রোল ভর্তি একটি গ্যালান ও কাপড়ে পেঁচানো চারটি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। গত রবিবার রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস মহাসড়ক থেকে এসব উপকরণসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হোসাইন (১৭) পিতা-আব্দুল হাই, মাতা-শাহেদা খাতুন, সাং-বলিয়াদী, থানা-ভৈরব, জেলা-ময়মনসিংহ, এপি-সাং-চান্দুর উত্তর পাড়া, থানা-পাছা, গাজীপুর মহানগর। মারুফ ইসলাম (১৬), পিতা-পাকা মিঞা, মাতা-মরিয়ম বেগম, সাং-ফুলবাড়ীয়া, থানা-গোপালপুর, জেলা- টাঙ্গাইল, এপি-সাং-চান্দুর উত্তরপাড়া, থানা-পাছা, গাজীপুর মহানগর। সাকির হোসেন (১৫), পিতা-আলী আজগর, মাতা-নুরুন্নাহার বেগম, সাং-নয়াপাড, থানা-তারাকান্দা, জেল- ময়মনসিংহ, এপি-সাং-বোর্ড বাজার, থানা-পাছা, গাজীপুর মহানগর। শুভ আহমেদ (১৫), পিতা শিশির আহমেদ, মাতা-ঝরনা আক্তার, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-বরিশাল এপি- সাং- বড়বাড়ী, থানা- গাছা, গাজীপুর মহানগর।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশ জানায়, বিএনপি ও সমমনা দলকর্তৃক ঘোষিত দেশব্যাপী আহত অবরোধ কর্মসূচি চলাকালেও রাস্তায় যানবাহন চলাচল অব্যাহত ছিল। যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা, ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কতিপয় দুষ্কৃতকারীরা যানবাহনে অগ্নিসংযোগের উপকরণ নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে অগ্নিসংযোগের উপকরণসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় সদর থানা পুলিশ।