
গাজীপুরে অটোরিক্সা চালক রানা ইয়াছিন হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে প্রধান এবং সহযোগী আসামী মোঃ মুর্শিদ আলম ও মোঃ মাহাদী হাসান মিতুলকে গ্রেফতার করেছে র্যাব-১।
এরআগে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের সিংগাতলী গ্রামে অটোরিক্সা চালক রানা ইয়াছিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর আসামীরা তার ব্যাটারিচালিত অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা মোঃ উসমান গনি থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, র্যাব-১ তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দেয়। ১ মার্চ গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় সাকিনস্থ শিড়িরচালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। অভিযানে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয় র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।