Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে অভিনব কায়দায় ছিনতাইয়ের সময় তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে অভিনব কায়দায় ছিনতাইয়ের সময় তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

February 06, 2025 08:55:15 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে অভিনব কায়দায় ছিনতাইয়ের সময় তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা পুলিশ অভিনব কায়দায় ছিনতাইয়ের সময় তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. ইসমাইল হোসেন (২৭), পিতা মৃত ইব্রাহিম খলিল উল্লাহ, সাং সৈয়দপুর, থানা ফুলবাড়ীয়া, জেলা ময়মনসিংহ; মো. হামিদুর রহমান (২৩), পিতা মো. সুলতান, সাং ভিতিপাড়া (পোড়াবাড়ী), খাল গোড়াঘাট, জেলা দিনাজপুর; মো. নাছির উদ্দিন (২৪), পিতা আব্দুল মান্নান, সাং ভাটিপাড়া, থানা ধোবাউড়া, জেলা ময়মনসিংহ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। তাদের বিরুদ্ধে ৫-৭টি মামলাও রয়েছে।

কোনাবাড়ী থানার এক কর্মকর্তা জানান, ছিনতাই রোধে পুলিশ তৎপর রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়রা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতে এমন অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।