Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুর আদালত চত্বরে হামলা চালিয়ে দুই বিচারপ্রার্থী অপহরণ, আহত ১৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুর আদালত চত্বরে হামলা চালিয়ে দুই বিচারপ্রার্থী অপহরণ, আহত ১৫

February 26, 2025 06:42:57 PM   জেলা প্রতিনিধি
গাজীপুর আদালত চত্বরে হামলা চালিয়ে দুই বিচারপ্রার্থী অপহরণ, আহত ১৫

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা আদালতের চত্বরে একটি মারাত্মক হামলার ঘটনা ঘটেছে, যেখানে জামিনপ্রাপ্ত দুই বিচারপ্রার্থীকে আইনজীবীদের সামনে থেকে অপহরণ করা হয় এবং এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন। বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা জজ আদালত চত্বরে এই হামলা ঘটে। হামলায় আসামিপক্ষের দুই সদস্যকে জামিন পাওয়ার পর মারধর করে অপহরণ করা হয়। তাদের সঙ্গে আরও ১৩ জনকে বেদম মারধর করা হয়, যার মধ্যে নারী ও পুরুষও ছিল।

এই ঘটনাটি ঘটে যখন মামলার বাদী শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার এস এম নাজমুল হক নেতৃত্বাধীন একটি গ্রুপ আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আসামিপক্ষের ওপর আক্রমণ করে। অভিযোগ উঠেছে, বাদীপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা দা, চাকু ও লাঠি নিয়ে তাদের পথরোধ করে এবং আইনজীবীদের বাধা দেয়ার চেষ্টা করা হয়।

হামলায় আহত একজন জানান, মামলার আসামিরা আদালতে জামিন পাওয়ার পরই বাদীপক্ষ তাদের ওপর হামলা চালায়। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ঘটনাটি জানার পর নিরাপত্তার জন্য কর্মচারী পাঠালেও তারা হামলার শিকার হন। আহত আইনজীবী সমিতির কর্মচারী আইয়ুব আলীর মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।

এছাড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে দুইজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন, তবে তারা কোনো পদক্ষেপ নেননি। এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে এবং আগামী সাধারণ সভায় আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, আদালত চত্বরে হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।