Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একজন গ্রেফতার, পরে ক্ষমা প্রার্থনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

গাজীপুরে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একজন গ্রেফতার, পরে ক্ষমা প্রার্থনা

March 16, 2025 02:06:20 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একজন গ্রেফতার, পরে ক্ষমা প্রার্থনা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গত ১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাজীপুর মহানগরের বাসন থানার চৌরাস্তা এলাকার রহমান শপিং মলের ৬ষ্ঠ তলায় অবস্থিত ‘ব্লাক লাইফ গার্ডিয়ান’ নামক প্রতিষ্ঠানে কর্মরত ব্রজেন্দ্রনাথ রায় (৪০) তার ব্যক্তিগত ফেসবুক পেজ Bnr Ridoy Sarker থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক অডিও ও ভিডিও পোস্ট করেছেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়ার চেষ্টা করলে বিষয়টি বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জিএমপিকে জানানো হয়। তাদের নির্দেশনায় এএসআই (নিরস্ত্র) সজিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্রজেন্দ্রনাথ রায়কে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ব্রজেন্দ্রনাথ রায় স্বীকার করেন, তিনি স্বজ্ঞানে মুসলমান এবং নিয়মিতভাবে ফেসবুক পেজে দেশের আলেম-ওলামা, মসজিদ, মাদ্রাসা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। তিনি ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের বিষয়ে কটূক্তিমূলক প্রচার করেছেন বলেও স্বীকার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে দেশবাসীর কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের মন্তব্য বা কটূক্তি করবেন না বলে জানান। অভিযুক্ত ব্রজেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।