
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের বিভিন্ন এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের(বিটিআরসি) অনুমতি ছাড়া অবৈধ ২৬ টি ওয়াকিটকি,নেটওয়ার্ক ও রিপিটার-বুস্টারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১)।
রবিবার ২৪ সেপ্টেম্বর থেকে হতে বুধবার ২৭ সেপ্টেম্বর মোট ৪ দিন ধরে জেলার টঙ্গী ও শ্রীপুরে (বিটিআরসি) সহকারী পরিচালক (এসএম) শাহাদাত হোসেন ও পোড়াবাড়ী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এর যৌথ নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত ওয়াকিটকি হলো,জেলার টঙ্গী এলাকার টাউজার লিমিটেড হতে ৬টি,শ্রীপুরের গ্রীন ভিউ রিসোর্ট হতে ১৫টি,ময়মনসিংহের ভালুকার মাস্টার বাড়ি এলাকার তেপান্তর হোটেল এন্ড রিসোর্ট হতে ৫ টিসহ সর্বমোট ২৬টি।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো.ইয়াসিন আরাফাত হোসেন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, জেলা এবং আশপাশের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ বিটিআরসি কর্তৃক বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিঃ এর অনুকূলে বরাদ্দকৃত তরঙ্গ ব্যান্ডে সৃষ্ট প্রতিবন্ধকতা সনাক্তকরণ, নিরসন এবং অবৈধ রেডিও ইকুইপমেন্ট জব্দকরণ ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাসহ জনসাধারণের জীবন-যাপনের মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে বিটিআরসি অবৈধ নেটওয়ার্ক রিপিটার-বুস্টার এবং ওয়াকিটকি ব্যবহার করা হচ্ছে।
পরে রবিবার থেকে সোমবার পয়ন্ত ওইসব এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি অনুমোদনবিহীন অবৈধ ওয়াকিটকি, চার্জার ও সুইচ জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বেতারযন্ত্রের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
র্যাব বলেন, অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে র্যাব এর নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত আছে। র্যাব ও বিটিআরসি অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়-বিক্রয় এবং ব্যবহার হতে বিরত থাকার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়, অন্যথায় কঠোর পদক্ষেপ গৃহীত হবে বলে জানানো হয় ।
উদ্ধারকৃত আলামত সংক্রান্তে বিটিআরসি কর্তৃক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) উপ-সহকারী পরিচালক(এসএম) সরফুদ্দিন চৌধুরী, র্যাব-১, পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানী পদাতিক এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান সহ র্যার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।