Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

February 24, 2025 07:31:06 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর দিঘিরচালা এলাকায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম (৬০) নামে এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী থানায় অভিযোগ দায়ের করলে পরদিন সোমবার সকালে পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম চাঁদপুরের কচুয়া থানার চাঁনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দিঘিরচালা এলাকায় রবিন সরকারের বাড়িতে ভাড়া থেকে নিরাপত্তারক্ষীর কাজ করতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি চাকরি খুঁজছিলেন। গত শনিবার ভোরে জরুরি প্রয়োজনে গ্রামের বাড়ি জামালপুর যাওয়ার জন্য বের হলে পথে দিঘিরচালা এলাকার বাচ্চু সরকারের বাড়ির সামনে নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম তাকে গতিরোধ করেন। কথা বলার একপর্যায়ে তিনি জোরপূর্বক ওই ছাত্রীকে বাড়ির পেছনে নিয়ে যান এবং ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করেন।

ভুক্তভোগী ছাত্রী রোববার রাতে বাসন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি কায়সার আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।