Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৭ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৭

April 15, 2023 10:07:26 PM   দেশেরপত্র ডেস্ক
গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৭

ডিবি পুলিশ পরিচয়ে গাজীপুরে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ। গত ৬ এপ্রিল(বৃহস্পতিবার) সন্ধ্যায় গাজীপুর সদর থানাধীন দেশীপপাড়া এলাকায় জ্যাক ব্যাটারী নামক একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাতির ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় গত ৯ এপ্রিল অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে মৌখিক তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় গাজীপুরের কলেজ গেট, রাজেন্দ্রপুর ও ঢাকায় অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেৱার শাহ আলমের ছেলে মোঃ আরিফুল ইসলাম সোহানুর ওরফে সোহান(৩০), জামালপুর জেলার মুসলিম উদ্দিনের ছেলে মোঃ মমিনুল ইসলাম(৩৫), ময়মনসিংহ জেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ বিল্লাল(৪০), রংপুর জেলার মৃত আনছার আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম(৩২), মুন্সিগঞ্জ জেলার মৃত ইউনুস আলীর ছেলে মোঃ রুবেল(২৯), একই জেলার মৃত রবিউল আলমের ছেলে মোঃ জাকির হোসেন(৪২) ও ঢাকা জেলার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান।

এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ১০৩ পিচ অটোরিকশার ব্যাটারী, ডাকতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি ডিবির জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, ১সেট মেট্রোপলিটন পুলিশের পোশাক, ১জোড়া পুলিশের পিটি সু, ১টি পুলিশেন টুপি, ১টি পুলিশের বেল্ট, ১টি চাপাতি, ১২ গ্রাম হেরোইন,  ১টি লেজার লাইট, ১টি স্টার স্ক্রু ড্রাইভার, ১টি হাতলযুক্ত হাতুড়ি, ১টি প্লাস, ১০ টুকরা  লাইলনের দড়ি, ৪টি ধারালো ছুরি, ১টি টর্চ লাইট ও ৬টি বিস্ফরিত ককটেল উদ্ধার করে পুলিশ। 

শনিবার সকালে নলজানী বিআরটি ডিপু মাঠে জিএমপি পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম খান। 

তিনি জানান, খুনের আসামী সন্ধানের কথা বলে ডিবি পুলিশ পরিচয়ে ৮-১০ জন ডাকাত গাজীপুর সদর থানাধীন দেশীপাড়া এলাকায় গত ৬ এপ্রিল একটি ব্যাটারির গোডাউনে প্রবেশ করে। পরে কৌশলে গোডাউনের সব কর্মচারীদের জিম্মি করে ১৩৯টি পুরাতন পরিবর্তনযোগ্য ব্যাটারি, ১৪টি মোবাইল, নগদ ৩ লক্ষ টাকা সহ সর্বমোট আনুমানিক ১৮ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় গত ৯ এপ্রিল গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়৷ পরে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামীদের চিহ্নিত করতে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল মিজানুর রহমান নামে একজনকে ও পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই দিনে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে আরো চার জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে ডাকাতির ব্যাটারির দুই ক্রেতাকে ঢাকা বংশাল থেকে আটক করা হয়।

তিনি আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৪ ডাকাতের নামে দেশের বিভিন্ন জেলা ভুয়া ডিবি,ডাকাতি, চুরি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তারা ভুয়া ডিবি পরিচয় দিয়ে গাজীপুর, কেরানীগঞ্জ,  সাভার মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত পালাতকদের গ্রেফতারে পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে জিএমপি'র সদর ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও বিস্ফোরক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছ।