Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৫

February 14, 2025 01:38:17 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৫

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় ডেভিল হান্ট অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনভর চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে, শয়তান শিকার অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার মহানগরীর সদর থানা, বাসন থানা, কোনাবাড়ী থানা, কাশিমপুর থানা, গাছা থানা, পূবাইল থানা এবং উত্তর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সদর থানা পুলিশ ৮ জন, বাসন থানা পুলিশ ১ জন, কোনাবাড়ী থানা পুলিশ ১ জন, কাশিমপুর থানা পুলিশ ২ জন, গাছা থানা পুলিশ ১ জন, পূবাইল থানা পুলিশ ১ জন এবং উত্তর ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

অন্যদিকে, টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা এবং দক্ষিণ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশে কোনো গ্রেফতার হয়নি বলে জানা গেছে। শুক্রবারের অভিযানে গাজীপুর মেট্রোপলিটনের মোট আট থানার মধ্যে ছয় থানায় গ্রেফতার থাকলেও টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় গ্রেফতার শূন্য ছিল।