
গাজীপুর সংবাদদাতা:
‘নতুন পানিতে সফর এবার’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকার কাচ্চি বাড়ি থাই চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়।
গাজীপুর স্টাফ রিপোর্টার মো. মোরশেদ আলমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ, চ্যানেল টুয়েন্টি ফোরের গাজীপুর স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রথম আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, মাছরাঙ্গা টেলিভিশনের গাজীপুর স্টাফ রিপোর্টার মো. রফিকুল ইসলাম, ফারদিন ফেরদৌস, বাংলা টিভির গাজীপুর প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, নিউজ টুয়েন্টি ফোরের গাজীপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, রাইজিংবিডির গাজীপুর প্রতিনিধি মো. রেজাউল করিম এবং দৈনিক দেশের পত্রের গাজীপুর প্রতিনিধি মো. আশিকুর রহমান। এছাড়াও গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা দৈনিক যুগান্তর পত্রিকা পঁচিশ বছর পূর্ণ করে ছাব্বিশ বছরে পদার্পণ করায় শুভেচ্ছা জানান। তারা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা তার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থার জায়গা তৈরি করেছে। অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।