Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

November 06, 2023 08:15:07 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি :
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালী, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গত শনিবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর জেলা সমবায় বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে দিবসটি উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমবায় অফিসার মো. সাদ্দাম হোসেন।

সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুরেন রিচার্ড গমেজ, নুফেল ইসলামী মাল্টিপারপাস কো—অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে এ বছর গাজীপুরের শ্রেষ্ঠ দুই সমবায়ী ও শ্রেষ্ঠ ১৪ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।