
গাজীপুরের কোনাবাড়ী সাংবাদিক কার্যালয়ের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) কোনাবাড়ী সাংবাদিক কার্যালয়ের নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা, সমকাল প্রতিনিধি এম তুষারী, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক কোনাবাড়ী থানা বিএনপির সদস্য সচিব মো. সাজ্জাদুর রহমান মামুন, কোনাবাড়ী থানা জামায়াত ইসলামের সেক্রেটারি মো. তাজবুল ইসলাম, কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন এবং কোনাবাড়ী থানা বিএনপির প্রচার সম্পাদক মো. পিয়াস চাঁকলাদার।
এছাড়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।