
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের সালনা নাসির উদ্দিন কলেজের প্রিন্সিপাল ও শিক্ষার্থীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনার তথ্য উদঘাটন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
স্কুল ছাত্রের শার্ট ছেড়া নিয়ে গত ১৪ ফেব্রুয়ারী মহাসড়ক অবরুদ্ধ ও পুলিশের উপর হামলা চালায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশ ২ ব্যক্তিকে গ্রেফতার করে । গ্রেফারকৃতরা হলেন- গাজীপুর মহানগরের সদর থানাধীন, সালনা এলাকার মোল্লাপাড়ার আব্দুল গোফরানের ছেলে নাদিম (১৯) ও একই এলাকার ইয়ার উদ্দিনের ছেলর শাহীন মাহমুদ মাসুদ(২৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাদিম শহরের শিমুলতলী এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ৩য় বর্ষের ছাত্র। নাদিম পূর্বে সিটি কলেজের ছাত্র ছিল।
শনিবার দুপুরে জিএমপি'র পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব শামসুর রহমান জানান, মূলত নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অভিভাবকদের দুই পক্ষের বিরোধের সুযোগে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ছাত্র-ছাত্রীদের উস্কানী দিয়ে অরাজকতা সৃষ্টি করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিএনপির নেতাদের নির্দেশে গ্রেফতারকৃত নাদিম ওই শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস পরিধান করে ছাত্র-ছাত্রীদের সাথে মিশে উত্তেজনা আরো বেগবান করে তুলেন এবং পুলিশের উপর হামলা করেন।
গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে নাদিম এমটি জবানবন্দি দেন বলে জানান উপ-পুলিশ কমিশনার। তিনি আরো জানান, এঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।