Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ড, ৫ জন আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ড, ৫ জন আহত

February 27, 2025 12:32:56 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ড, ৫ জন আহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোম বাজার এলাকায় শ্রমিকবাহী চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাসে হঠাৎ আগুন ধরার ফলে কমপক্ষে ৫ জন শ্রমিক আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও এলাকার বাসী জানায়, বাসটি কালীগঞ্জের চরকা টেক্সটাইলের শ্রমিক নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় যাচ্ছিল। সোম বাজার এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বাসে আগুন ধরার কারণে দ্রুত নামতে গিয়ে শ্রমিকদের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আগতি মুহূর্তেই বাসে ছড়িয়ে পড়া আগুন স্থানীয়দের তৎপর উদ্যোগে নেভানোর চেষ্টা সত্ত্বেও, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বক্কর জানান, বাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।