Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ৪১ লাখ টাকার সুতা আত্মসাৎ ট্রান্সপোর্ট এজেন্সির ড্রাইভারের, সহকারী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৪১ লাখ টাকার সুতা আত্মসাৎ ট্রান্সপোর্ট এজেন্সির ড্রাইভারের, সহকারী আটক

March 14, 2025 03:59:17 PM   জেলা প্রতিনিধি
৪১ লাখ টাকার সুতা আত্মসাৎ ট্রান্সপোর্ট এজেন্সির ড্রাইভারের, সহকারী আটক

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের বাসন থানায় দায়ের করা এক ট্রাক সুতা আত্মসাতের ঘটনায় আশরাফুল ইসলাম শান্ত (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। তিনি অভিযুক্ত ড্রাইভার আসাদুজ্জামানের সহকারী। শুক্রবার (১৪ মার্চ) ভোরে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মদিনা ট্রান্সপোর্ট এজেন্সির একটি কভারভ্যান (ঢাকা মেট্রো ট-১৮-৭৩৩৫) গত ৫ ফেব্রুয়ারি রাত ৭টায় ভবানীপুরস্থ শামীম টেক্সটাইল থেকে ২০৮ ব্যাগ সুতা (মূল্য ৪১ লাখ ৬০ হাজার টাকা) লোড করে কোনাবাড়ী এলাকার এসএম সোর্সিং ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। তবে নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই কভারভ্যানসহ চালক আসাদুজ্জামান মোল্লার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বাসন থানাধীন ভোগড়া এলাকার আসকর আলী পাম্পের পাশে ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় কভারভ্যানটি উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, আসাদুজ্জামান মোল্লা সুতা বিক্রি করে আত্মসাৎ করেছেন। তিনি একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য এবং তার সহযোগী হিসেবে আশরাফুল ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম শান্ত পলাতক প্রধান আসামি আসাদুজ্জামান মোল্লার ঘনিষ্ঠ সহযোগী। তাকে জিজ্ঞাসাবাদে আত্মসাৎ হওয়া সুতা ও মূল অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া তার বিরুদ্ধে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার এসআই তানভীর তুষার। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও আত্মসাৎ হওয়া মালামাল উদ্ধারে গ্রেফতারকৃত আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।