
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে অফিস ও বাসা-বাড়ি ভাঙচুর এবং নগদ অর্থ, স্বর্ণ ও মোবাইল লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ জানুয়ারি) গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ বৌ-বাজার এলাকার অ্যাডভোকেট রুহুল আমিনের অফিস ও বাসায় এ হামলা চালানো হয়। এ সময় বাসার একটি কক্ষে থাকা ওয়্যারড্রপ ভেঙে নগদ ৩০ লাখ টাকা, ২৭ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল ফোন লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী অ্যাডভোকেট রুহুল আমিন জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার জাহিদুল, শাহিদুল, সিফাত, রিফাতসহ আরও অজ্ঞাতনামা ১৫০-২০০ জন ব্যক্তি প্রথমে তার ল' চেম্বার এবং পরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীদের মধ্যে অনেকেরই মুখ কাপড়ে বাঁধা ছিল।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে ভাঙচুর করে। এ সময় বাড়িতে থাকা নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির বিভিন্ন কক্ষ ভাঙচুরকালে হামলাকারীরা নগদ ৩০ লাখ টাকা, ২৭ ভরি স্বর্ণ ও ৫টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী অ্যাডভোকেট রুহুল আমিন আরও জানান, হামলা চালিয়ে অফিস, বাসা ভাঙচুর ও লুটপাটের বিষয়টি কোনাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান অ্যাডভোকেট রুহুল আমিন।
এ হামলার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।