
আবদুল্লাহ তারেক রানা শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল মঙ্গলবার ২য় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় , ভাইস চেয়ারম্যান পদে নাসির মড়ল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা রহমান।
মঙ্গলবার (২১মে) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৪৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
শ্রীপুর উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে ৬ জন।
ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী টুসির ভাই অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ভোট পেয়েছেন ৭০ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল (আনারস) প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট। আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন শামীম পেয়েছেন ২৬৪২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নয়জন। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল (বই প্রতীক) পেয়েছেন ৬৪ হাজার ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক রহমত উল্লাহ কলেজের ভিপি আহসান উল্লাহ (উড়োজাহাজ) পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা রহমান (সেলাই মেশিন) ৫৫ হাজার ৪২২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী হালিমা খাতুন মৌসুমী (কলসি) ৩৫ হাজার ২৯৭ ভোট পেয়েছেন।