Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা

August 05, 2024 03:59:52 PM   অনলাইন ডেস্ক
গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা

 

গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা তিনটার দিকে তারা গণভনে ঢুকে পড়েন।

এর আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগে আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে।

অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন। চেয়ার-টেবিলসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা গেছে বেশ কয়েকজনকে।

আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কিছুক্ষণের মধ্যেই সেনা প্রধান জাতির উদ্দেশে ভাষণ দিবেন বলে জানা যাচ্ছে।