
গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়স্থ সিমি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগের আমির শফিকুল আলম ওখবাহ। সভার সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আমির আরিফ মোহাম্মদ আলী আহসান। উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের গোপালগঞ্জ জেলা সহ সভাপতি শরিফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা সভাপতি মোহাম্মদ মিরাজ শেখ, ঝালকাঠি জেলা আমির মোহাম্মদ শাফায়েত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম ওখবাহ সওমের (রোজা) নিয়ম, উদ্দেশ্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সওমের প্রধান উদ্দেশ্য হল আত্মসংযম এবং নিজেকে নিয়ন্ত্রণ করা। রোজার মাধ্যমে মুসলমানরা শুধু পানাহার থেকে বিরত থাকেন না, বরং এটি তাদের আত্মাকে শক্তিশালী করার একটি উপায়। তিনি উল্লেখ করেন, সওমের মাধ্যমে মুসলমানরা নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখেন, অপচয় থেকে দূরে থাকেন এবং পশুর মতো উদরপূর্তি না করে সহানুভূতির সঙ্গে দরিদ্রদের সহায়তা করেন।
তিনি আরও বলেন, সওমের পরিপূর্ণ উদ্দেশ্য হল, মুসলমানরা নিজেদের আত্মত্যাগী ও সমাজের জন্য সহমর্মী হয়ে উঠবে। সওমের মাধ্যমে একজন মুসলিম তার সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি করবে।
তিনি গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলেন, “একটি সুষ্ঠু সমাজ গঠন করতে হলে আমাদের মাঝে আত্মত্যাগ ও সহমর্মিতা বৃদ্ধি করতে হবে। যারা দুর্দশাগ্রস্ত, ক্ষুধার্ত ও দরিদ্র, তাদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ বোঝার এবং সবার জন্য একে অপরের পাশে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে।”
এ সময় শফিকুল আলম আরও বলেন, মুসলমানদের সামনে যে সংকটময় পরিস্থিতি রয়েছে, তা থেকে উত্তরণের একমাত্র পথ হল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ও সওমের মতো আত্মসংযমী আচরণ করা। সামাজিক ও রাজনৈতিক সংকটের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলমানদের এই বৈশ্বিক মনোভাব প্রয়োজন। সভাটি শেষে উপস্থিত সকলে একত্রে ইফতার করেন।